বগুড়ায় বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ, প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ ১৯:০৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২৩ বার।

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন সিমা খাতুন (২৭) নামের এক নারী। প্রেমিকার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে ডেকে এনে বিয়ে না করেই প্রেমিক নাজমুল হাসান (৪০) পালিয়ে গেছেন।

 

এ ঘটনায় শনিবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে সিমা খাতুনের বাবা ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত নাজমুল হাসান উপজেলার চৌকিবাড়ি গ্রামের মোমতাজুর রহমানের ছেলে। সিমা খাতুন একই গ্রামের খোকা মণ্ডলের মেয়ে।

 

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রেমিক নাজমুল হাসানের বাড়িতে অবস্থান করছেন প্রেমিকা সিমা খাতুন। এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বিয়ের কথা বলে সিমাকে বাড়িতে নিয়ে যান নাজমুল। কিন্তু পরদিন শনিবার সকালে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান।

 

থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে নাজমুল ও সিমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন নাজমুল। তবে নাজমুলের পরিবার এই সম্পর্ক মেনে নিতে না পারায় তারা অন্যত্র ছেলের বিয়ে ঠিক করে। বিষয়টি জানতে পেরে সিমা যোগাযোগ করলে, নাজমুল তাকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে ডেকে এনে কৌশলে পালিয়ে যান।

 

সিমা খাতুন বলেন, “নাজমুলের সঙ্গে আমার দীর্ঘ ১২ বছরের প্রেমের সম্পর্ক। সে বিভিন্ন সময় ঘুরতে নিয়ে গেছে ও একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। বিয়ের জন্য চাপ দিলে সে আমাকে নিজ বাড়িতে ডেকে নেয়। কিন্তু বিয়ে না করে পালিয়ে যায়। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। তাই বাধ্য হয়ে আমি অনশন শুরু করেছি। এখন বিয়ে না করলে আত্মহত্যার পথ ছাড়া উপায় থাকবে না।”

 

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, “মেয়েটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”