বগুড়ায় অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
ধুনট( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় চলন্ত অটোরিকশার ধাক্কায় রাসেল মাহমুদ (২১) নামে এক বেকার যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাসেল মাহমুদ উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের নয়ন মিয়ার ছেলে।
শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল এ তথ্য নিশ্চিত করে জানান, সংসারের হাল ধরতে বিদেশে পাড়ি দিতে চেয়েছিলেন বেকার যুবক রাসেল। ধারদেনা করে অনেক কষ্টে পার্সপোর্ট-ভিসা জোগাড় করেন। আর কয়েক দিন পরেই স্বপ্নের দেশে উড়াল দেওয়ার কথা ছিল। কিন্ত রাসেলেই সেই স্বপ্নের মৃত্যু হয়েছে।
রাসেল শুক্রবার বাড়ি থেকে জোড়শিমুল বাজারে যাওয়ার উদ্যেশে বের হয়। রাত সাড়ে ৮টায় জোড়শিমুল বাজারের অদুরে রাস্তায় পৌছলে পিছন দিক থেকে আসা একটি অটোরিকশা রাসেলকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত রাসেলকে উদ্ধার করে প্রথমে জোড়শিমুল বাজারের একটি ক্লিনিকে নেয়। পরে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে রাসেলের মৃত্যু হয়।
ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে রাসেলের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।