বগুড়ায় ১১টি মামলার পলাতক আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা ফের গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ জুলাই ২০২৫ ২২:১০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৫৫৫ বার।

চাঁদাবাজি, গণধর্ষণ, অস্ত্র ও মাদক আইনে মোট ১১টি মামলায় আদালতে বিচারাধীন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আরিফিন ওরফে আরিফ (৩৭) কে ফের গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। তিনি রহিমাবাদ বি-ব্লক উত্তরপাড়ার মোঃ আঃ মান্নানের ছেলে। বুধবার (১০ জুলাই) বিকাল ৫টার দিকে নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত নারী ও শিশু নির্যাতন, পর্নোগ্রাফি, সশস্ত্র হামলা, চাঁদাবাজি, সিঁধেল চুরি, সরকারি কাজে বাধা প্রদান, বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে। সর্বশেষ তার বিরুদ্ধে ২০২৪ সালের একটি হত্যা ও অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।