বগুড়ায় আকবর আলীর নামে স্বপ্নের বিদ্যালয়: ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন ডিসি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ জুলাই ২০২৫ ০২:০৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আকবরিয়ার প্রতিষ্ঠাতার নামে সদরের পালশায় স্থাপিত 'আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়' এর একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা। 

তৃণমূলের শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও তাদের বিকাশে সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে বগুড়া জেলা পরিষদের অর্থায়ন ও বাস্তবায়নে বিদ্যালয় প্রাঙ্গণে আধুনিক একটি একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, একটি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। সরকারের দূরদর্শী প্রচেষ্টায় আজ সারা দেশে সকলের প্রাথমিক শিক্ষা শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে। যেই ইতিবাচক প্রচেষ্টাকে ত্বরান্বিত করেছে স্থানীয় সহযোগিতাও। শিশুদের সারাদিনের একটি অধিকাংশ সময় কেটে যায় বিদ্যালয়েই। তাই তাদের শিক্ষার একটি সুন্দর পরিবেশে দেয়ার পাশাপাশি তাদের বিকাশের সব ধরনের ব্যবস্থা রাখতে হবে। তিনি বিশ্বাস করেন শিক্ষানুরাগী ও দানবীর ব্যক্তিত্ব আকবর আলীর নামে গড়ে ওঠা এই বিদ্যালয় আগামীতে শিশুদের সুশিক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের সার্বিক কল্যাণেও ভূমিকা রাখবে। 

এদিকে নিজের পিতার নামে স্থাপিত শিশু কল্যাণ বিদ্যালয় প্রসঙ্গে আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, তার বাবা আলহাজ্ব আকবর আলী মিঞা ছিলেন একজন শিক্ষানুরাগী ও দানবীর মানুষ। তার নিরলস ঘাম ও পরিশ্রমে প্রতিষ্ঠিত আজকের এই বগুড়ার ঐতিহ্যবাহী হোটেল আকবরিয়া দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও পরিচিতি পেয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানীতে তাদের বাবা মানুষের মুখে প্রতিদিন খাবার তুলে দেয়ার ইতিবাচক যাত্রা শুরু করেছিলেন আজ সন্তান হিসেবে তারা শুধু তা চালিয়ে যাচ্ছেন। আলাল বলেন, তার পিতা আকবর আলী শিশুদের খুব ভালবাসতেন এবং তাদের সার্বিক কল্যাণের লক্ষ্যে বরাবরই কাজ করে গেছেন। তাইতো সেই বাবার স্মৃতি ধরে রাখার পাশাপাশি শিক্ষার আলো ছড়িয়ে দিতে তার বাবার নামে বিদ্যালয়টির জন্য এই জমি তারা ক্রয় করে দিয়েছেন। স্বপ্নের এই বিদ্যালয়টি গড়ে তুলতে একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শিশুদের স্বপ্ন পূরণের পথে এক নতুন দিগন্তের সূচনা করবে। তিনি বগুড়া জেলা প্রশাসক, জেলা পরিষদ কর্তৃপক্ষসহ শিক্ষা অফিসের সংশ্লিষ্ট সকলের প্রতি আকবরিয়া পরিবারের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো: শাহ নেওয়াজ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন। এছাড়াও অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: গোলাম কবির, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ মোহায়েদুল ইসলাম, আকবরিয়া লিমিটেডের ডিএমডি আরমান খোসাইন, পরিচালক (এইচআর এডমিন) ইকবাল নুর, পরিচালক (হোটেল) আশিক ইবনে হাসান, একাউন্টস কো-অর্ডিনেটর আবিদ হোসেন, হেড অব এডমিন আব্দুস সালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার দাস প্রমুখ।