বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ ১৮:০২ ।
বগুড়ার খবর
বগুড়া জেলার শাজাহানপুরে অস্ত্র, বিস্ফোরক ও হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া এ.কে.এম ইজহারুল ইসলাম (৪২) শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি গন্ডগ্রাম ফকিরপাড়া এলাকার বাসিন্দা।
শনিবার দুপুরে শাজাহানপুর রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানান শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।
ইজহারুলের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও হত্যা চেষ্টাসহ একাধিক ধারায় মামলা রয়েছে। মামলা নম্বর ০১, তারিখ ১ নভেম্বর ২০২৪।
আরও পড়ুন