পুণ্ড্র ইউনিভার্সিটিতে ভিডিও কনটেস্টের বিজয়ীদের হাতে বই তুলে দিলেন উপাচার্য

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ ২০:১৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত ভিডিও কনটেস্টের বিজয়ীদের হাতে পুরস্কারস্বরূপ বই তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।

১৩ জুলাই, রবিবার দুপুর ১২টায় উপাচার্যের অফিসকক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তিনি এই পুরস্কার তুলে দেন।

সরকার অনুমোদিত দেশের উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পুণ্ড্র ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উদ্যোগে ভিডিও কনটেস্টটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওগুলো থেকে যাচাই-বাছাই করে মোট পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ইংরেজি বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ইতি খাতুন। দ্বিতীয় হয়েছেন ইংরেজি বিভাগের ১৬তম ব্যাচের ইশরাত জাহান প্রভা এবং তৃতীয় হয়েছেন একই বিভাগের ১৭তম ব্যাচের কে. এম. রিয়াদুস সালেহীন। চতুর্থ স্থান অর্জন করেন ইসলামিক স্টাডিজ বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মশিউর রহমান মতিন এবং পঞ্চম স্থান অর্জন করেন ইংরেজি বিভাগের ১৮তম ব্যাচের সম্রাট আকবর।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক এবং প্রক্টর মোঃ সাব্বির হাসান।