বিশ্বের সবচেয়ে প্রভাবশালী, তারকা ও ধনকুবের গোপনে যেখানে অবস্থান করেন
পুণ্ড্রকথা ডেস্ক
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, চলচ্চিত্র তারকা এবং ধনকুবেররা যখন দুবাইয়ে নিভৃতে সময় কাটাতে চান, তখন কোথায় আশ্রয় নেন? সেই প্রশ্নটি অনেকের মনে জেগেছে। এর সহজ উত্তর হলো জুমেইরাহ দর আল মাস্যাফে অবস্থিত রয়্যাল মালাকিয়া ভিলা, যেখানে সংবাদমাধ্যম গালফ নিউজ পেয়েছে ব্যতিক্রমী প্রবেশাধিকার।
মদিনাত জুমেইরাহ’র শান্ত পানিপথের ধারে লুকিয়ে থাকা মাত্র সাতটি স্বাধীন মালাকিয়া ভিলা-যেগুলোর ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ গোপনীয়তা ও প্রশান্তি পছন্দ করেন এমন অতিথিদের জন্য। এগুলো সাধারণ হোটেল সার্ভিসের অংশ নয়। বরং যারা প্রেসিডেনশিয়াল পর্যায়ের প্রাইভেসি ও ফাইভ-স্টার বিলাসিতা একসঙ্গে চান, তাদের প্রথম পছন্দ হয়ে উঠেছে এই ভিলাগুলো।
প্রতিটি ভিলায় রয়েছে নিজস্ব প্রবেশপথ, প্রাইভেট প্লাঞ্জ পুল, জাকুজি-যুক্ত বাথরুম, এবং সরাসরি সুক মদিনাত জুমেইরাহতে প্রবেশাধিকার।
ইন্টেরিয়র ডিজাইন করেছে ইতালিয়ান ডিজাইন হাউস লা বট্টেগা স্টুডিও, যারা আগে দর আল মাস্যাফ ও মিনা আস সালামের সৌন্দর্যও পুনর্গঠন করেছে। সজ্জায় রয়েছে মাটি-রঙা শেড, অ্যারাবিক খোদাই, ও হস্তনির্মিত ফিনিশিং যা সমৃদ্ধির পরিচয় দেয় বিনয়ের মাধ্যমে।
এদের মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত হচ্ছে রয়্যাল মালাকিয়া ভিলা যা তিনতলা বিশিষ্ট এক বিশাল আশ্রয়স্থল, যার আয়তন এক হাজার বর্গমিটারেরও বেশি।সেখানে আছে, ছাদে ব্যক্তিগত টেরেস,বিশাল লিভিং এরিয়া,একাধিক ইন-স্যুট বেডরুম।২৪ ঘণ্টার বাটলার সার্ভিস,ইন-ভিলা ডাইনিংস্পা সার্ভিস চাইলে হোম ডেলিভারির মতোই পাওয়া যায়। এই ভিলা শুধু থাকা নয়-একইসঙ্গে এটি একটি নিরাপদ দুর্গ, বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে দুবাইয়ে থাকতে চান, পরিবার বা টিম নিয়ে।
দুই ও তিন বেডরুমের অন্যান্য মালাকিয়া ভিলাগুলোতেও একই রকম গোপনীয়তা ও ব্যক্তিগত আরাম নিশ্চিত করা হয়েছে। বহুজাতিক প্রতিষ্ঠানের কর্ণধার বা দীর্ঘমেয়াদি ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য এগুলো এখন জনপ্রিয় হয়ে উঠছে। মোটেই
সাধারণ হোটেল রুমের মতো নয়-এখানে রয়েছে সম্পূর্ণ বসবাসযোগ্য এলাকা, কিচেনেট, এবং প্রতিদিনের জীবনযাপন উপযোগী সজ্জা, অবশ্যই অভিজাততার মোড়কে।
তাদের পছন্দ অনুযায়ী, কয়েক মিনিটেই পাওয়া যাবে ব্যক্তিগত শেফ,প্রাইভেট শপিং, ঘরে বসে মাসাজ, কোনো রিসেপশন, লবি, বা বাড়তি জটিলতা নেই, আর কেউ যদি বাইরে ঘুরে আসতে চায় তবে ৫০টিরও বেশি রেস্টুরেন্ট, লাউঞ্জ, প্রাইভেট বিচ, এবং তালিস স্পা আছে গল্ফ কার্টের দূরত্বে।
এমন বিলাসিতার জন্য চড়া মূল্য পরিশোধ করতে হয় কারণ এই নিভৃত বিলাসিতা মোটেও সস্তা নয়। দুই বেডরুমের ভিলার খরচ ৭,৫০০ থেকে ৫০ হাজার দিরহাম যা নির্ভর করে পর্যটনের চাহিদা অনুযায়ী ঋতুতে। ৩ বেডরুম ভিলার খরচ শুরু ৯,০০০ দিরহাম থেকে সর্বোচ্চ ৫৫ হাজার।
রয়্যাল মালাকিয়া ভিলার খরচ শুরু ১০,০০০ দিরহাম যা উৎসবকালে ৬০,০০০ পর্যন্ত স্পর্শ করতে পারে। সাধারণ পর্যটকদের জন্য এই দাম হয়তো চমকে দেয়ার মতো। কিন্তু এই ভিলাগুলো তাদের জন্য নয়। এগুলো তাদের জন্য, যারা কিছুটা স্বতন্ত্র এবং নিভৃতে জীবনযাপন করেন-চিরকাল আলোচনার কেন্দ্রে কিংবা একান্তে থাকতে চান।
গ্ল্যামার নয়, গোপনীয়তার জন্যই এই উচ্চ মূল্য দিতে প্রস্তুত বিতর্কিত শীর্ষ ধনী এবং তারকারা। এই ভিলাগুলোর বিশেষত্ব হলো-এসব নিয়ে কোনো ইনফ্লুয়েন্সারের প্রচারণা বা সামাজিক মাধ্যমে উত্তাপ নেই। এখানে যা ঘটে, তা এখানেই থেকে যায়। যারা জানেন, তারাই জানেন-বিশ্বের সবচেয়ে গোপন, প্রভাবশালী বা রুচিশীল ব্যক্তিত্ব দুবাইয়ে এলে মালাকিয়া ভিলাই তাদের ঠিকানা।আর গালফ নিউজের এই বিশেষ প্রতিবেদনের পর, অনেকেই হয়তো এসব নিয়ে আরও কিছু জানতে পারবেন।