নওগাঁয় জুলাই শহীদ দিবসের আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ ১৭:৩৫ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁয় জুলাই শহীদ দিবস ২০২৫ পালনের অংশ হিসেবে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল।


সভার শুরুতেই জুলাই শহীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। এসময় বক্তাগণ ২০২৪ এর আন্দোলনের প্রক্ষাপট তুলে ধরেন এবং তৎকালীন ফাসিস্ট আওয়ামী লীগ সরকারের হত্যাকান্ড ও নিযর্তনের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি তুলে ধরেন। এছাড়া জুলাই আন্দোলনের উদ্দেশ্য বাস্তবায়ন, শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন, আহতদের উন্নত চিকিৎসা সহায়তা অব্যহত রাখতে সরকারের প্রতি আহবান জানান।


সভায় নওগাঁর সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মাহফুজার রহমান, শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন,  শহীদ শাকিলের স্ত্রী ছালমা আকতার, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, মারুফ বিল্লাহ্ ও অন্যান্যগণ বক্তব্য প্রদান করেন।