গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নওগাঁয় এক ঘণ্টা ব্লকেড
নওগাঁ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নেতাদের উপর গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নওগাঁয় সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ও সাধারন ছাত্র-জনতা।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কাজীর মোড় এলাকায় সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে তারা এই কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপী এই বিক্ষোভ চলাকালে কাজীর মোড় ও আশপাশের এলাকার রাস্তার উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি করে। এতে দুর্ভোগে পরে সাধারণ মানুষ।
এসময় সময় শিক্ষার্থীরা, “মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবেনা’ ‘ গোপালগঞ্জের গোলাপি, আর কতকাল জালাবি’ একশন একশন ডাইরেক্ট একশন” আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ সহ সমস্বরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।”
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, তানজিম বিন বারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আন্দোলনকারীরা বলেন, বাঙালি জাতি কখনো ঘুমিয়ে যায় না। তারা তাদের অস্তিত্ব রক্ষার্থে বারবার মাঠে নামে। আজকে আমরা আমাদের অস্তিত্ব রক্ষার্থে মাঠে নেমেছি। এই আন্দোলন থেকে আমরা জানান দিতে চাই বাংলাদেশের মানুষ কখনো খুনি আওয়ামী লীগ সন্ত্রাসীদের এদেশের মাটিতে জায়গা দিবেনা। যারা আমার ভাই বোনদের প্রাণ কেড়ে নিয়েছে তাদের কোন ঠিকানা এই বাংলার মাটিতে হবে না। তাদেরকে উৎখাত করার জন্য যতক্ষণ পর্যন্ত লড়ায় সংগ্রাম চালিয়ে যেতে হয় আমরা চালিয়ে যাব।
আন্দোলনকারীর আরও বলেন, গোপালগঞ্জে অবরুদ্ধরা সকলেই আমাদের সম্মুখ সারির যোদ্ধা। আমরা জুলাই কে ঐক্যবদ্ধ রাখতে চাই। এসময় পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত এই হামলাকারী এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তারা।