বগুড়ার শেরপুরে এনসিপির মানববন্ধন কর্মসূচি পালন

শেরপুর ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ ২১:০৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

এনসিপির সমাবেশে হামলাকারী নিষিদ্ধ হওয়া আওয়ামীলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার (১৮জুলাই) বিকেলে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ মোহনা শপিং সেন্টারের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপি ওই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আব্দুল আলীম, কমিটির নেতা নাঈমুল ইসলাম, নাজমুল ইসলাম, শাকিল মাহমুদ প্রমূখ বক্তব্য রাখেন। কর্মসূচিতে নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন। এতে বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করুন। অন্যথায় দেশের সাধারণ মানুষ তাদের ভয়ঙ্কর জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বক্তারা জুলাই আন্দোলনে হামলাকালীদেরও দ্রুত আটক করে বিচারের মুখোমুখি দাঁড় করাতেও প্রশাসনের নিকট দাবি করেন। যাতে ভবিষ্যতে কোনো পরিবারকে সন্তান ও স্বজনহারা হতে না হয়।