বগুড়ায় স্যানিটারী কারখানায় হামলা চালিয়ে ভাংচুর, দম্পতি আহত

ধুনট ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ ২১:১০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৬৪ বার।

বগুড়ার ধুনট উপজেলায় স্যানিনটারী কারখানায় হামলা চালিয়ে ভাংচুর ও কারখানার মালিক দম্পতিকে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষে বিরুদ্ধে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কারখানার মালিক বাদি হয়ে প্রতিপেক্ষর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের পিড়াপাট গ্রামের শহিদুল ইসলাম স্থানীয় বিএনপি বাজার এলাকায় ২০০৮ সালে সাড়ে ৮ শতক জমি কিনে সেখানে স্যানিটারী কারখানা গড়ে তোলেন। ওই কারখানায় স্বামী-স্ত্রী মিলে স্যানিটেশন সামগ্রী তৈরী ও বিক্রি করে জীবিকা নির্মাহ করে। ওই জমি অবৈধভাবে দখল নেয়ার জন্য একই গ্রামের শাহাদৎ হোসেন, গেদা মন্ডল ও তার লোকজন চেষ্টা করছে।

এ অবস্থায় ১৪ জুলাই গেদা মন্ডল ও তার লোকজন শহিদুলের স্যানিটারী কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় শহিদুল ও তার স্ত্রী শিউলী খাতুন ঘটনাস্থলে পৌছে অবৈধ দখলদারদের বাধা দেয়। তখন হামলাকারীদের মারপিটে শহিদুল-শিউলী দম্পতি আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার শহিদুল ইসলাম বাদি হয়ে শাহাদৎ হোসেন ও গেদা মন্ডল সহ ৯জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।

এ বিষয়ে শাহাদৎ হোসেন জানান, পৈত্রিক সূত্রে আমারা ওই জমির অংশিদার। তাকে আমাদের জমি ছেড়ে দিতে বলে কাজ হয়নি। তাই আমাদের জমি আমরা দখলের চেষ্টা করছি। এ সময় শহিদুলের সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে (এসআই) দয়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।