বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো পাকিস্তান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ ১৯:৫৭ ।
দেশের খবর
পঠিত হয়েছে বার।

সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। তবে আজকের ম্যাচে শুরু থেকেই বেশ ভুগেছেন মেহেদি হাসান-তাসকিন আহমেদরা। বিপরীতে দারুণ ব্যাটিং করেছে পাকিস্তান। তাতে বড় সংগ্রহ পেয়েছে সফরকারীরা।


মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন সাহিবজাদা ফারহান। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।