বার্ন ইনস্টিটিউটে ভারতীয় চিকিৎসকদল
পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ ১১:৪৪ ।
দেশের খবর
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সহায়তা দিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদল।
বৃহস্পতিবার সকালে দলটি বার্ন ইনস্টিটিউটে যায় এবং হাসপাতালটিতে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদল এসে এখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তারা গুরুতর দগ্ধদের বিষয় পর্যবেক্ষণ করেছেন এবং চিকিৎসার পদ্ধতি সম্পর্কে নিজেদের মতামত দিয়েছেন।
বার্ন ও প্লাস্টিক সার্জারিতে ভারতের দুই শীর্ষ চিকিৎসাকেন্দ্র— দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সাফদারজং হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে দলটি বুধবার দেশে এসে পৌঁছায় বলে এক বার্তায় জানিয়েছে ভারতীয় হাই কমিশন।
আরও পড়ুন