রাণীনগরে বিএনপির পার্টি অফিসের জানালা ভেঙ্গে চুরি সংঘটিত

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ ২০:২২ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ৩২ বার।

নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন বিএনপির পার্টি অফিসের জানালা ভেঙ্গে একটি এলএডি টিভি এবং ইন্টারনেটের একটি রাউটার চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার চারমাথাস্থ্য পার্টি অফিসে এই চুরির ঘটনা ঘটে।এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


একডালা ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন বলেন,বুধবার রাতে দলীয় কাজ কর্ম সেরে তালা চাবী দিয়ে অফিস বন্ধ করে যে যার মতো চলে যায়। বৃহস্পতিবার সকালে এসে দেখা যায় অফিসের একটি জানালা ভেঙ্গে চোরেরা অফিসের ভিতর থেকে ৩২ইঞ্চির একটি এলইডি টিভি এবং ইন্টারনেট সংযোগের একটি রাউটার চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এছাড়া এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,পার্টি অফিসে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।