বগুড়ায় স্ত্রী তালাকের দ্বন্দ্বের জেরে একে উপরের ছুরিকাঘাতে দুই বন্ধু আহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৫ ১১:০৩ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৯৫ বার।

বগুড়া শহরের কৈপাড়া এলাকায় স্ত্রী তালাকের জেরে একে অপরকে ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই বন্ধু। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

 

আহতরা হলেন- নাটাই পূর্বপাড়ার বাদল মিয়ার ছেলে রতন মিয়া (৩০) ও কৈপাড়ার আব্দুর রশিদের ছেলে হাসিম (২৫)।

 

পুলিশ জানায়, রতন ও হাসিম ঘনিষ্ঠ বন্ধু। রতন বিয়ে করেছেন হাসিমের বোন আঁখিকে, আর হাসিম বিয়ে করেছেন রতনের বোন রিংকিকে। দুই দিন আগে হাসিম তার স্ত্রীকে তালাক দেন। এ ঘটনায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। মঙ্গলবার রাতে কৈপাড়া বাঁধন চা স্টলের সামনে তর্ক-বিতর্কের একপর্যায়ে তারা পকেট থেকে চাকু বের করে একে অপরকে আঘাত করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। দুইজনই ছুরিকাঘাতের সাথে জড়িত। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের নজরদারিতে রাখা হয়েছে।