বগুড়ার নন্দীগ্রামে স্কুলের জায়গা দখলের অভিযোগ মিথ্যা, দাবি প্রকৃত মালিকের

নন্দীগ্রাম( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ অগাস্ট ২০২৫ ১৮:০৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৮ বার।

বগুড়ার নন্দীগ্রামে ১নং বুড়ইল ইউনিয়নের খেংশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগে কামাল হোসেন সরদার নামের একজনের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গত সাত আগস্ট মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি স্কুলের ১৪ শতক জায়গায় জোর করে দখল করছেন ওই গ্রামের মৃত তমিজ উদ্দিন সরদারের ছেলে কামাল হোসেন সরদার।

 

অপরদিকে কামাল হোসেন সরদার জানান, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংশহর মৌজার সাবেক ৩১৩, হাল ৬৮৩ দাগের ১৪ শতক জায়গার পৈত্রিক সূত্রে মালিক আমি। আমার জায়গা আমি দখল করবো এটাই স্বাভাবিক। তিনি আরও বলেন, ২০১৮ সালে ওই জায়গায় মার্কেট নির্মাণ করতে গেলে খেংশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলীসহ কতিপয় ব্যক্তি বাঁধা সৃষ্টি করে। এরপর প্রধান বাদী হয়ে আমাকে বিবাদী করে নন্দীগ্রাম সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় আমি রায় পাই। তারপর প্রধান শিক্ষক যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতে ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে সেই আপিল মামলাটি শুনানি অন্তে খারিজ হয়ে যায়। এতে পুনরায় রায় পাই। এখন আমার জায়গা সংরক্ষণের জন্য নেট দিয়ে বেড়া দিয়েছি। প্রধান শিক্ষকের উচিৎ ছিলো আদালতের রায়কে সম্মান জানানো।

 

এ বিষয়ে প্রধান শিক্ষক সেকেন্দার আলী বলেন, ওই জায়গা স্কুলের। এখনো আদালতে অন্য মামলা চলমান রয়েছে। মামলায় রায় পেলে সে জায়গা বুঝে নেক।