নওগাঁয় বর্ষা ভিত্তিক নৃত্যানুষ্ঠান
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ অগাস্ট ২০২৫ ১৮:১০ ।
প্রতিবেশী জেলা
‘বরিষ ধরা মাঝে শান্তির বারি।’ এমন ভাবনাকে সামনে রেখে বর্ষা ভিত্তিক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নওগাঁয়। নওগাঁ ত্রিতাল একাডেমি এই নৃত্যানুষ্ঠানের আয়োজন করে। শহরের আয়োজন কমিউনিটি সেন্টারে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই নৃত্যানুষ্ঠান চলে রাত ৯টা পর্যন্ত। শিশু থেকে শুরু করে কৃতি নৃত্য শিল্পীদের একক ও দলীয় নৃত্য ছিল মনোমুগ্ধকর। বিশেষ করে বর্ষা ভিত্তিক এই নৃত্যানুষ্ঠান দর্শকদের মাঝে চিত্তাকর্ষক হয়ে ওঠে।
ত্রিতাল একাডেমির অন্যতম নৃত্য শিক্ষক ও পরিচালক নিশি ও মনোয়ার বলেন, নওগাঁয় অনেক প্রতিভাবান শিল্পী আছেন। প্রতিনিয়ত নতুন নতুন শিল্পী যুক্ত হওয়ায় নওগাঁর সাংস্কৃতিক অঙ্গন নৃত্যে এখন সমৃদ্ধ। আমাদের জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিল্পীও আছেন। যাঁরা নতুন নৃত্যা শিল্পীদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
আরও পড়ুন