নওগাঁর ধামইরহাটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদল নেতা মুসাব্বির সাফির গণসংযোগ ও মোটরসাইকেলের বিশাল শোডাউন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ অগাস্ট ২০২৫ ১৮:৩৩ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধামইরহাট-পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী-ইঞ্জিনিয়ার  কে.এম.এস মুসাব্বির শাফি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্টীয় কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে পথসভা ও গণসংযোগ করেছেন। এ সময় তিনি ধামইরহাট ও পত্নীতলা উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও বিএনপির পক্ষে জনসমর্থণ বৃদ্ধিতে গণসংযোগ করেন। দায়িত্বশীল তরুন ও যুবকদের হাতেই আগামীর বাংলাদেশ নিরাপদ বিবেচনায় মুসাব্বির সাফি অনেকটাই জনপ্রিয় নেতৃত্ব নতুন প্রার্থীদের মধ্যে ।


গতকাল শনিবার বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত উপজেলার আমাইতাড়া বাজার থেকে একটি বিশাল শোডাউনে প্রায় ৩ হাজার মোটরসাইকেলের বহরে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে উপজেলার আগ্রাদিগুন হয়ে মধইল বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এবং শোডাউন দেন।

 

গণসযোগ শেষে নজিপুর বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুয়েট শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক মনোনয়ন প্রত্যাশী-ইঞ্জিনিয়ার কে.এম.এস মুসাব্বির শাফি। এ সময় উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, খেলনা ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহেল হোসেন সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মামুনুর রশীদ মামুন, পৌর ছাত্রদলের আহবায়ক সাঈদ বিন জাবেদ প্রমুখসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনে সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।