চিকিৎসাধীন জামায়াত নেতাকে দেখতে হাসপাতালে অধ্যক্ষ শাহাবুদ্দিন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১০ অগাস্ট ২০২৫ ১৮:৩৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২ বার।

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া-১ সারিয়াকান্দি সোনাতলা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন রবিবার দুপুরে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ সারিয়াকান্দি উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা তোফাজ্জল হোসেন কে দেখতে যান। এ সময় তিনি চিকিৎসার খোঁজ খবর নেন ও দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর রহমত কামনা করে দোয়া করেন। এ সময় তার সাথে ছিলেন ২০নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।