বগুড়ায় পাটক্ষেত থেকে নারীর কঙ্কাল উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ অগাস্ট ২০২৫ ২০:২২ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ১০১ বার।

বগুড়ার শিবগঞ্জে একটি পাটক্ষেত থেকে নারীর দেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার মোকামতলা ইউনিয়নের পাকুরতলা এলাকার মহাসড়কসংলগ্ন একটি পাটক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

 

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, পাটক্ষেতের মালিক পাট কাটতে গিয়ে পচা গন্ধ পান। পরে তিনি কঙ্কালটি দেখতে পান। কঙ্কালটির পাশে বোরখা ও ওরনা পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।