সন্ত্রাস দূর্নীতি চাঁদাবাজমুক্ত মানবিক দেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করছে : অধ্যক্ষ শাহাবুদ্দিন
প্রেস বিজ্ঞপ্তি
জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া-১ সারিয়াকান্দি সোনাতলা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, সন্ত্রাস দূর্নীতি চাঁদাবাজমুক্ত মানবিক দেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করছে। এজন্য সবাইকে এক যোগে কাজ করতে হবে। বিগত আওয়ামীলীগ এবং শেখ হাসিনা বাংলাদেশে যে নিষ্ঠুর শাসন এবং দমন পীড়ন চালিয়েছে তা ইতিহাসের এক জঘন্য কালো অধ্যায়। তারা জামায়াতের এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করার মাধ্যমে মনে করেছিলো ইসলামী আন্দোলনকে চিরতরে শেষ করে দিবে, কিন্তু আমাদের নেতাদের হত্যা করে হাসিনা তার পতনকেই তরান্বিত করেছে। যার কারণে তাকে ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। তিনি শুক্রবার সারিয়াকান্দি উপজলোর ফুলবাড়ি ইউনয়িনে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা কালে একথা বলেন। এ সময় উপস্থতি ছিলনে বগুড়া শহর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহিন মিয়া, বগুড়া শহর শ্রমিক কল্যাণ ফেডারশেনরে সেক্রেটারি আনোয়ার হোসনে, সারয়িাকান্দি উপজলো জামায়াতরে ভারপ্রাপ্ত সেক্রেটারি কাজী জহুরুল ইসলাম মন্ডল, উপজলো র্কমপরষিদ সদস্য ও যুব কমিটির সভাপতি বনি আমনি প্রমুখ। শাহাবুদ্দিন আরো বলেন, ফ্যাসিস্টদের সকল অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতি নির্বাচনের পূর্বে জনগণের আকাঙ্খা অনুযায়ী প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সাধণ করতে হবে। জনগণ ইতিপূর্বে বহু শাসন দেখেছে, এবার জনগণ সৎ দক্ষ যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব দেখতে চায়। জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকে একদল সৎ দক্ষ ও আল্লাহভীরু লোক তৈরি করছে। তাই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে জনতা আগামীতে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করবে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ একটি রক্ত পিপাসু খুনী সংগঠন। তারা লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে ক্ষমতায় আসার পর জামায়াতে ইসলামীর এগারো জন শীর্ষ নেতাকে জুডিশিয়াল ক্যুর মাধ্যমে হত্যা করে। জামায়াত নেতাদের হত্যার মাধ্যমে তারা ফ্যাসিবাদী দুঃশানকে পাকাপোক্ত করে। এই সব জুডিশিয়াল ক্যুসহ সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে।