সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় টুটুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি মরহুম নুরুল আলম টুটুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া’র উপ-পরিচালক তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক ও মরহুম টুটুলের ছোট ভাই নুরুল হুদা তিলক, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল, ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আখতারুজ্জামান সাবু ও মরহুম টুটুলের পুত্র শুদ্ধ। জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য শহিদুল ইসলাম স্বপন, ইমদাদুল হক রত্ন, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক শাহিদুল ইসলাম রবি ও সিরাজুল ইসলাম সাজু, জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর সাজ্জাদ হোসেনসহ ভলিবল খেলোয়াড়, রেফারি, ক্লাব কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে মরহুম নুরুল আলম টুটুলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।