বগুড়ায় নদীতে নিখোঁজ শিশুর ভাসমান মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
বগুড়ার ধুনট উপজেলায় নিখোঁজের দুই ঘণ্টা পর বাঙ্গালী নদী থেকে আরমিনা খাতুন (৫) নামে এক শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে স্বজনরা। বুধবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমিনা ওই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ১১টার দিকে বাড়ির আঙিনায় একা খেলছিল আরমিনা। পরিবারের সদস্যরা তখন গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পাশের বাঙ্গালী নদীতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। দুপুরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে জয়শিং ঘাট এলাকায় স্থানীয় এক কৃষক নদীতে আরমিনার ভাসমান মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।