পিআর পদ্ধতির নির্বাচন মানেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকেই পুনর্বাসিত করার ষড়যন্ত্র-আব্দুল ওহাব

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ অগাস্ট ২০২৫ ২০:৪৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শিবগঞ্জে নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে এক সমাবেশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনির সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব। 

বক্তব্য রাখেন বিএনপি নেতা এস.এম তাজুল ইসলাম, বুলবুল ইসলাম, আব্দুল করিম, আবু তাহের, হারুনুর রশিদ, রাসেল মাহমুদ সবুজ, স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হাসান বাপ্পি, শাহিনুর ইসলাম, বারিক মোল্লা, মিম আক্তার, লিওন, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন প্রমুখ। 

 প্রধান অতিথি অ্যাড. আব্দুল ওহাব বলেন, প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। এই নির্বাচন খুব কঠিন নির্বাচন। এজন্য আমাদের ঘরে ঘরে যেতে হবে। ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

তিনি বলেন, যারা পিআর পদ্ধতির নির্বাচন আর সংস্কারের কথা বলছেন তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকেই পুনর্বাসিত করতে চাইছে।