এনজিওতে অনিয়ম আছে, যোগ্য প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে: বগুড়ায় সমাজকল্যাণ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৫ ১৯:৫৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, এনজিও খাতে অনেক অনিয়ম রয়েছে। সেখান থেকে বের হয়ে যোগ্য মানুষ ও যোগ্য প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে।

 

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে “লাইট হাউস-নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্প” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শারমীন এস মুরশিদ বলেন, 'আমাদের দেখতে হবে কিভাবে আমরা দুর্নীতির বাইরে আসতে পারি। সরকারি জায়গা থেকে কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এখন সবার সহযোগিতায় এমন পথ খুঁজতে হবে, যাতে যোগ্য এনজিওরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারে। আমরা ক্ষমতায় বসতে আসি না, দায়িত্ব পালনের জন্য আসি। বিদায়ের সময় যেন মাথা উঁচু করে বলতে পারি, দেশের জন্য আপ্রাণ চেষ্টা করেছি।'

 

তিনি আরও বলেন, '১৬ বছরের অপশাসন দেড় বছরে বা এক বছরে কোনো সরকার পুরোপুরি কাটাতে পারে না। দেশের সীমাবদ্ধতার মধ্যেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে মানুষ অনেক প্রত্যাশা করে।'

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা সহ অন্যান্য কর্মকর্তারা।