বগুড়ার সাবেক এমপি তানসেনের ভাই জাসদ নেতা রুস্তম গ্রেফতার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৫ ২০:১৩ ।
বগুড়ার খবর
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জাসদের সভাপতি এ.কে.এম রেজাউল করিম তানসেনের ছোট ভাই এ.কে.এম মাহবুবার রহমান রুস্তম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নন্দীগ্রাম উপজেলা জাসদের সদস্য সচিব ও উপজেলা পল্লী উন্নয়ন সমিতির (বিআরডিবি) সভাপতি।
রোববার দুপুরে উপজেলার পল্লী উন্নয়ন অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রুস্তম নন্দীগ্রাম সদর ইউনিয়নের দলগাছা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, নাশকতা মামলায় মাহবুবার রহমান রুস্তমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন