‘এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তান’ শুনে যে প্রতিক্রিয়া দিলেন পাকিস্তান অধিনায়ক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ অগাস্ট ২০২৫ ১১:৪২ ।
খেলাধুলা
পঠিত হয়েছে বার।

শেষ কয়েক বছর ধরে আফগানিস্তানের উন্নতির গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে তো সেমিফাইনালেও খেলেছে। তাই দলটা এখন এশিয়ার দ্বিতীয় সেরা দল কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। সে প্রশ্নটা সম্প্রতি ধেয়ে গেল পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার কাছেও। পাকিস্তানি এক সাংবাদিক এই প্রশ্ন করতেই অস্বস্তি লুকোতে পারেননি তিনি।

প্রশ্ন ছিল, আফগানিস্তান কি পাকিস্তান, বাংলাদেশ আর শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এখন ভারতের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে? সাংবাদিকের এই মন্তব্যে আগা হেসে এড়িয়ে যান।

সম্প্রতি এক যৌথ সংবাদ সম্মেলনে হাজির ছিলেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খানও। তার সামনেই এই প্রশ্ন ছোড়া হয়। সেখানে সালমান স্পষ্ট করে বলেননি কিছু, তবে তার বিরক্ত প্রতিক্রিয়াই বোঝাচ্ছিল, এমন ধারণা মোটেও ভালোভাবে নেননি তিনি।

পাকিস্তান বর্তমানে ক্রিকেটের সব ফরম্যাটেই খারাপ সময় পার করছে। গত বছর নিউইয়র্কে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপে দলটি প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায়। সেই ব্যর্থতার পর এবার এশিয়া কাপের দলে রাখা হয়নি বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানকে।

অন্যদিকে আফগানিস্তান একই বিশ্বকাপে কিছু চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আর বাংলাদেশকে হারিয়ে তারা জায়গা করে নেয় সেমিফাইনালে। এ কারণেই অনেকেই বলছেন, পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছে আফগানিস্তান।

তবে পাকিস্তান এখনো অভিজ্ঞতা আর ঐতিহ্যের দিক দিয়ে এগিয়ে। আগা আশা করছেন, আসন্ন সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে এবং আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপে দলটি ঘুরে দাঁড়াতে পারবে।

এশিয়ার দ্বিতীয় সেরা দল নিয়ে বিতর্ক অবশ্য থামছে না। আফগানিস্তানের উত্থান আর পাকিস্তানের ব্যর্থতাই সেই আলোচনাকে আরও জোরালো করছে।