বগুড়ায় খতনার সময় শিশুর অঙ্গ কেটে পকেটে নিয়ে পালালেন বেদে, অতঃপর...

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৫ ১৯:৩৫ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ২৫৯ বার।

বগুড়ার সদর উপজেলায় মুসলমানি করানোর সময় আট বছরের এক শিশুর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক হাজামের বিরুদ্ধে। পরে এ ঘটনায় মামলা হলে শিশুর বাবাকে হত্যার হুমকি দেন অপর এক ব্যক্তি। শনিবার রাতে সদর থানায় এ ঘটনায় দুটি নাম উল্লেখ করে মামলা করা হয়।

 

পুলিশ জানায়, অভিযুক্তরা হলেন—বগুড়া শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এলাকার হাজাম আনিছার রহমান (৫০) ও সদর উপজেলার কালশিমাটি মধ্যপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে মো. দুলু (৪৫)।

 

শনিবার সকালে সদর উপজেলার কালশিমাটি পূর্বপাড়ার আবু বক্কর প্রামাণিক তার ছেলে শাওন প্রামাণিককে (৮) মুসলমানি করাতে আনিছার রহমান নামে এক হাজামকে বাড়িতে ডেকে আনেন। সকাল সাড়ে ১০টার দিকে মুসলমানি করানোর সময় গোপনাঙ্গের সামনে চামড়া না কেটে মাঝামাঝি অংশ কেটে ফেলেন আনিছার। এতে প্রচুর রক্তক্ষরণ হলে শাওন চিৎকার করতে থাকে।

 

অভিযোগে বলা হয়, এ সময় আনিছার রহমান কাটা অংশ পকেটে নিয়ে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

অভিযোগ রয়েছে, ঘটনার পর বেলা ২টার দিকে আসামি দুলু মোবাইল ফোনে মামলা করলে প্রাণে হত্যার হুমকি দেন আবু বক্করকে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শনিবার রাতেই সদর থানায় হাজাম আনিছার ও দুলুর বিরুদ্ধে মামলা করেন।

 

সদর থানার ওসি হাসান বাসির বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনিছারের ছেলে পরিচয়ে এক ব্যক্তি বলেন, “আমার বাবা অনেক পুরনো হাজাম। তার কখনো ভুল হতে পারে না। শিশুর গোপনাঙ্গ কেটে যায়নি। আবু বক্কর টাকা নেওয়ার জন্য মিথ্যা মামলা করেছেন।”