বগুড়ায় খাটের নিচে মিলল ৪০ বোতল দেশি মদ: গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৫ ।
বগুড়ার খবর
বগুড়ার শিবগঞ্জে পুলিশের অভিযানে দেশি মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের নাগরকান্দি গ্রামে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম রুবেল বাসফোর (৩৭)। তিনি ওই গ্রামের মৃত মনু বাসফোরের ছেলে। গ্রেপ্তারের সময় রুবেলের বাড়ির খাটের নিচ থেকে ৪০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, ‘মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আরও পড়ুন