বগুড়ায় অপহরণকারী চক্রের দুইজন গ্রেপ্তার, চারজন উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৭১ বার।

বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের দুইজন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর থানার নারুলী পশ্চিমপাড়া গণকবর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার ও ভিকটিমদের উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সারিয়াকান্দির বাশগাড়ী এলাকার মোখলেছুর রহমানের ছেলে আমিনুল ইসলাম বুলবুল (৩৫) এবং সদর উপজেলার নারুলী পশ্চিমপাড়া এলাকার জাফর আলীর ছেলে মো. উকিল (৩৮)। এদের মধ্যে আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে রাজনৈতিক ও মাদক সংশ্লিষ্ট চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। 

 

পুলিশের এই কর্মকর্তা জানান, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে সারিয়াকান্দির নান্দিনার চর এলাকার কুদ্দুস প্রামানিক আদালতের কাজ শেষে স্বজনদের নিয়ে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন। তাঁর সঙ্গে ছিলেন জামাই মাজম, ভাগিনা কাওসার ও স্বজন রশিদ। অজ্ঞাতনামা কয়েকজন তাঁদের অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রাখে এবং মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভিকটিমের ছেলে খোরশেদ আলম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৬৫, তারিখ ১৫/০৯/২৫, ধারা–৩৬৫/৩৮৫/৩৪ দণ্ডবিধি ১৮৬০।

 

অভিযোগ পাওয়ার পর সদর থানা পুলিশ ও ডিবি যৌথভাবে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও ছায়া তদন্তের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬টায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেখানো মতে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চারজন ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

 

 

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।