বগুড়ায় মানবাধিকার বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
মানবাধিকার কর্মীদের নিয়ে বগুড়া জেলা নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র বাস্তবায়নে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় হোপ প্রকল্পের আওতায় বগুড়া জেলা সিএসও এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম জয়ন্ত দেব। সভাপতিত্ব করেন সিএসও বগুড়া কমিটির সভাপতি রওশন রোজী। কবি ও সাংবাদিক এইচ আলিম ও পল্লীশ্রীর প্রকল্প এর এরিয়া কো অর্ডিনেটর তাইবাতুন নেহার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, পল্লীশ্রীর প্রকল্প সমন্বয়কারি মাহমুদ মানিক, মানবাধিকার কর্মী রবিউল করিম। সভায় মানবাধিকার বিষয়ে ও পল্লীশ্রীর বিষয়ে আলোকপাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে আজকের শিশুদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ। নাগরিকদের মানবাধিকার রক্ষায়, নাগরিক অধিকার, সুশাসন, নারী ও পুরুষের বৈষম্য দূর করণের বক্তারা আলোচনা করেন। দেশের প্রান্তিকজনগোষ্ঠির মানবাধিকার বিষয়ে সচেতন করে গড়ে তোলর বিষয়েও তুলে ধরা হয়। সামাজিক অবক্ষয় দূর করে আলোকিত সমাজ গঠনে ও মানবাধিকার রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া বক্তব্য রাখেন পাপিয়া সুলতানা, আতিয়া তুহিন, হাবিবা নাসরিন, লুবনা জাহান, নবদিশা ইয়ূথ উইমেন সোসাটির সভাপতি শারমিন সুলতানা, ফিল্ড ফ্যাসিলিটেটর দেলোয়ার হোসেন, আখেরা খাতুন, জয়ন্ত কুমার। অনুষ্ঠানে মহাস্থান উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ, মোকামতলার নিউ গোল্ডেন উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়, গাংনগর উচ্চ বিদ্যালয়, সোনাতলা উপজেলার শালিখা উচ্চ বিদ্যালয়, মহিচরণ উচ্চ বিদ্যালয়, বালুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি মানবাধিকারের উপর কবিতা, দেশগান, সমাজ সচেতন বিষয়ে একক অভিনয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নাট্যাভিনেতা অলক পালের রচনায় ও রবিউল করিম এর নির্দেশনায় নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক নাটক আওয়াজ মঞ্চায়ন করে কলেজ থিয়েটারের নাট্যকর্মীরা।
অনুষ্ঠানে বগুড়া, সোনাতলা, শিবগঞ্জ উপজেলার মানবাধিকার কর্মীগণ, সাধারণ নাগরিক, সাংস্কৃতিককর্মী শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।