বগুড়ায় নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
বগুড়ার ধুনট উপজেলায় নিজের ঘর থেকে চম্পা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামপুরা মধ্যপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত চম্পা খাতুন উপজেলার রামপুরা মধ্যপাড়ার মৃত আল-আমিনের স্ত্রী।
থানা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের একডালা গ্রামের আজিজুল হকের মেয়ে চম্পা খাতুনের প্রায় ১৫ বছর আগে ধুনট উপজেলার রামপুরা মধ্যপাড়ার আল-আমিনের সঙ্গে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২ সন্তান রয়েছে। প্রায় ৭ বছর পূর্বে চম্পা খাতুনের স্বামী আল-আমিন মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর ২ সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করতেন চম্পা। অন্যান্য দিনের ন্যায় রোববার রাতে চম্পা খাতুন নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। এরপর সোমবার সকালে চম্পা ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায় চম্পা খাতুনের ঝুলন্ত মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মণ্ডল বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকালে চম্পার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।