শিবগঞ্জে বিএনপির ডোর টু ডোর গণসংযোগ কর্মসূচি ঘোষণা

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ ১৯:৫৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৪ বার।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষ মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের নির্দেশনায় সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. আবু তাহের ও ফজলুর রহমান।

কর্মীসভায় প্রধান অতিথি ওহাব বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এখন তৃণমূলে ছড়িয়ে পড়েছে। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মীর শাহে আলমের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল প্রমুখ।

সভায় ঘোষণা দেওয়া হয়, আগামী ২৪, ২৫ ও ২৬ অক্টোবর মীর শাহে আলমের উপস্থিতিতে মহাস্থান মাজার জিয়ারত, ইউনিয়নভিত্তিক কর্মীসভা এবং গ্রাম পর্যায়ে ডোর টু ডোর গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ায় আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, তারেক রহমানের আহ্বানে দেশবাসী আজ পরিবর্তনের জন্য প্রস্তুত। শিবগঞ্জের মানুষ ধানের শীষের পক্ষে একতাবদ্ধ হয়ে আবারও গণতন্ত্রের জয়গান গাইবে।