সাম্য ও সমতার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ায় সামাজিক নিরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
‘সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন’ শীর্ষক কার্যক্রমের আওতায় বগুড়ায় ‘সামাজিক নিরীক্ষা’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বগুড়া শহরের বনানীস্থ গাক টাওয়ারে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণে বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি, শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলা থেকে নাগরিক গ্রুপের ৮০ জন সদস্য, ৪ জন কমিউনিটি ভলান্টিয়ার এবং একজন ফিল্ড কো-অর্ডিনেটর অংশ নেন।
উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলম এবং সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর অতিরিক্ত পরিচালক (ডায়ালগ অ্যান্ড আউটরিচ) অভ্র ভট্টাচার্য। বক্তারা স্থানীয় পর্যায়ে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সামাজিক নিরীক্ষার গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণের মূল সেশন পরিচালনা করেন নাগরিকতা কর্মসূচির প্রকল্প পরামর্শক মোজাহিদুল ইসলাম এবং মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যাসোসিয়েট জাওয়াদুল করিম। মূল সেশনে এসডিজি অর্জন, সুশাসন বাস্তবায়ন, মানবাধিকারভিত্তিক পদ্ধতি, কাউকে পিছিয়ে না রাখা, জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এছাড়াও সামাজিক নিরীক্ষার জন্য প্রয়োজনীয় জরিপ প্রশ্নাবলী উপস্থাপন, ফোকাস গ্রুপ আলোচনা, ডাটা সংগ্রহ, মাঠপরিকল্পনা এবং মক ট্রায়ালসহ দলীয় অনুশীলনের আয়োজন করা হয়।
উল্লেখ্য, সুইজারল্যান্ড ও কানাডা সরকারের যৌথ সমর্থনে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর বাস্তবায়নে এবং গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর সহযোগিতায় বগুড়া জেলায় নাগরিকতা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।