বাড়ি বাড়ি গিয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ
নওগাঁ প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁয় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে নওগাঁ পৌরসভা বিভিন্ন জনবহুল স্থান, অলি-গলি, বিভিন্ন পাড়া-মহল্লায় ও বাড়ি বাড়ি গিয়ে এই লিফলেট বিতরণ করা হয়।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে নেতাকর্মীরা গণসংযোগ করে এ লিফলেট বিতরণ করেন।
এসময় নেতাকর্মীরা সাধারণ পথচারী, দোকানদার ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরছেন ভোটারদের সামনে। এছাড়াও গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠার মতো বিষয়গুলো জনসাধারনের মাঝে তোলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশের মানুষের সেবা করার সুযোগের আহ্বান জানাচ্ছেন নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ শেষে বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখা প্রণয়ন করেছেন। এই ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। যেখানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন-সব ক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরছি প্রতিদিনই। এই ধরনের জনসংযোগমূলক কার্যক্রমের মাধ্যমে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষকে জনগণের মধ্যে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলাই আমাদের মূল লক্ষ্য।
এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, নওগাঁ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী সাজা, পৌরসভার ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।