পিআরসহ ৫দফা দাবিতে নওগাঁয় জামায়াতের মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ ১৮:১৩ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে শহরের মুক্তির মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন দলটির নেতাকর্মীরা। মানববন্ধনে জেলা জামায়াতের আমির খ.ম আব্দুর রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারী আ স ম সায়েম, নওগাঁ-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী খবিরুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহিম, নওগাঁ পৌরসভা জামায়াতের আমির ওবায়দুল ইসলামসহ দলটির নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন- বর্তমান চলমান নির্বাচন প্রক্রিয়ায় একদলীয় শাসনব্যাবস্থা বিলুপ্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। এদেশে আমরা আর কোনো একদলীয় শাসন ব্যাবস্থার মধ্যদিয়ে নতুন কোনো ফ্যাসিস্টকে দেখতে চাইনা। ভোটারের মূল্যায়নে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। এই পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, রাজনীতিতে পেশীশক্তির ব্যবহার, রাজনৈতিক দৃর্বৃত্তায়ন কমে যাবে। বক্তারা উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্টদের বিচার দৃশ্যমান করা ও ১৪দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান। এসময় জেলার বিভিন্ন উপজেলার ‎জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।