বগুড়ায় এইচএসসি ফলাফলে শীর্ষে সরকারি আজিজুল হক কলেজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ ২০:২২ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৩৭ বার।

এ বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বগুড়ায় শীর্ষস্থান অর্জন করেছে সরকারি আজিজুল হক কলেজ। এ কলেজ থেকে অংশ নেয় এক হাজার ৪৮২ জন পরীক্ষার্থী, এর মধ্যে পাস করেছে এক হাজার ৪৭২ জন। পাসের হার ৯৯ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৯৯২ জন শিক্ষার্থী।

 

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজেও এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এ প্রতিষ্ঠান থেকে ৬৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৯২ জন জিপিএ–৫ পেয়েছে।

 

আরডিএ স্কুল অ্যান্ড কলেজের ফলাফলও শতভাগ। ১৮৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে, যার মধ্যে ৩২ জন পেয়েছে জিপিএ–৫।

 

বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬৬ জন। পাসের হার ৯৯ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে জিপিএ–৫ পেয়েছে ১৩৬ জন।

 

সরকারি শাহ সুলতান কলেজে ১ হাজার ৩৭৭ জনের মধ্যে ১ হাজার ৩৫১ জন পাস করেছে। পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৪০৫ জন শিক্ষার্থী।

 

বগুড়া সরকারি কলেজে ৮৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮১৭ জন। পাসের হার ৯৫ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৩৫৯ জন।

 

বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে ১ হাজার ৪৪৫ জনের মধ্যে পাস করেছে ১ হাজার ২৮১ জন শিক্ষার্থী। পাসের হার ৮৮ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে ২০৬ জন পেয়েছে জিপিএ–৫।

 

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৪৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৬৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৩৬ শতাংশ। এর মধ্যে ১৩৭ জন পেয়েছে জিপিএ–৫।

 

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ৩৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৪৬ জন। পাসের হার ৯৬ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে ৫৮ জন জিপিএ–৫ পেয়েছে।

 

এ বছর বগুড়া জেলায় মোট ২৫ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৯২১ জন। জেলায় গড় পাসের হার ৬৯ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৩ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী।