শাজাহানপুরে বগুড়া জেলা সুজন’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাজাহানপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ ২০:৪৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শাজাহানপুরে সুশাসনের জন্য নাগরিক-সুজন বগুড়া জেলা শাখার আয়োজনে সুজন’র সদ্য প্রয়াত নেতা ড. তোফায়েল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মোসলেম উদ্দিন, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, ইউনুস উদ্দিন ও ফারুক আহমেদ চৌধুরীর স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 শুক্রবার বাদ আসর শাজাহানপুর উপজেলার পারতেখুর গ্রামে বগুড়া-নাটোর সড়ক সংলগ্ন সাদিক পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। সুজন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি রোকেয়া বেগম রঞ্জনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সমন্বয়কারি মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী আব্দুর রহমান, যুগ্ম-সম্পাদক সেলিম রেজা শানু, লতিফ নাজির, সাংগঠনিক মমিনুর রশিদ সাইন, কোষাধ্যক্ষ নুর হাবিব, সুজন নেতা মাহবুবুর রহমান চপল, কোহিনুর খানম, শিল্পী আক্তার, সাজেদুর রহমান সবুজ, আব্দুস সাত্তার, আব্দুস শুকুর, আবুল কালাম আজাদ, মেছবাউল আলম, শফিকুল, রফিকুল, ওয়াদুদ, অনন্ত সেলিম, মেহেরুল সুজন প্রমুখ। স্মরণ সভার আগে একই স্থানে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।