বগুড়ার গাবতলীতে পেরিহাট প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের সিজন-২ উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ ২১:২৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

শুক্রবার বগুড়ার গাবতলীতে 'পেরিহাট প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের সিজন-২ উদ্বোধন হয়েছে । তরুণদের ফুটবল খেলায় আগ্রহী করাসহ ভালোমানের খেলোয়াড় গড়ার লক্ষ্যে স্থানীয় ৫ টি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হলো। বিকেলে পেরিহাট গোহাটি মাঠে খেলার মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শফিউল আলম শাফী। মহিষাবান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সোহান হাসান বাবু, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুল ইসলাম আরিফ, শারিফুল ইসলাম ,নুর আমিন, সাজ্জাদ পাইকাড়, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি শফিউল আলম শাফী বলেন, মাদক ও অপরাধ মুক্ত সুন্দর সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তরুণদের খেলার মাঠে আনতে হবে, তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করতে হবে। এতে করে ভালোমানের খেলোয়াড় গড়ে উঠবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার মাধ্যমে সুনাম বয়ে আনবে। তিনি নিয়মিত ক্রীড়া চর্চা করার আহ্বান জানান।

উদ্বোধনী খেলায় আয়াত স্পোর্টিং ক্লাব ও রন্জু স্মৃতি সংঘ অংশগ্রহণ করেন। খেলায় আয়াত স্পোর্টিং ক্লাব ২-০ গোলে জয়ী হয়।