শুক্রবার থেকে শুরু হচ্ছে নওগাঁয় দুই দিনব্যাপী লোক উৎসব
নওগাঁ প্রতিনিধি
এই প্রথম নওগাঁয় শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোক উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন সহযোগিতায় জেলা মিউজিক ফোরামের আয়োজনে শুক্রবার বিকেল থেকে জিলা স্কুল মাঠে এই উৎসব শুরু হবে।
বৃহষ্পতিবার বিকেলে নওগাঁ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আয়োজকরা এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, দুইদিন ব্যাপী এই লোক উৎসবের আগামীকাল শুক্রবার বিকেলে জিলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে লোক উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। শুক্রবার ও শনিবার এই দুই দিনব্যাপী চলা লোক উৎসবে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে থাকবে লোকসংগীত, পল্লীগীতি, ভাওয়াইয়া পরিবেশনা, পুতুলনাচ ও গ্রামীণ নাট্য পরিবেশনা। এছাড়াও থাকবে লাঠিখেলা, স্থানীয় খাবার ও হস্তশিল্পের প্রদর্শনী ও শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন।
আয়োজকরা জানান- বাংলার লোকজ ঐতিহ্য, গান, নৃত্য, কবিতা, গল্প ও গ্রামের সহজ–সরল জীবনের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় শিল্পীদের বিকাশ ঘটানোই এই উৎসবের মূল উদ্দেশ্য। লোক সংস্কৃতি কোনো নির্দিষ্ট প্রজন্মের নয়, এটা সম্মিলিত আত্মার অংশ। এজন্য নওগাঁ জেলা মিউজিক ফোরাম এই আয়োজনের মাধ্যমে মানুষের মাটির টান ও ঐতিহ্যের সৌন্দর্যকে তুলে ধরতে চায়।
সংবাদ সম্মেলনে জেলা মিউজিক ফোরামের উপদেষ্টা রবিউল করিম, সভাপতি খাদেমুল ইসলাম ক্যাপ্টেন, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম (মুন্না) উপস্থিত ছিলেন।