গ্রীন সিগনাল প্রাপ্ত ডাঃ টিপুর বিরুদ্ধে দলীয় সম্পর্ক ছিন্ন করার ঘোষণা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ ২১:২৫ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

আসন্ন জাতীয় নির্বাচনে নওগাঁর-৪ (মান্দা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলীয় মনোনয়নের গ্রীন সিগনাল প্রাপ্ত উপজেলা বিএনপি নেতা ডাক্তার একরামুল বারী টিপুর বিরুদ্ধে দলীয় আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উত্থাপন করা হয়েছে। এসব অভিযোগ তার বিরুদ্ধে দলীয় সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে মান্দা উপজেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রসাদপুর বাজার আমবাগানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপজেলা বিএনপির নেতারা। 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খান। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু ডা. একরামুল বারী টিপু সাম্প্রতিক সময়ে দলীয় নেতৃত্বকে পাশ কাটিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। তিনি উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদের অবহিত না করে বিভিন্ন সভা-সমাবেশ করছেন এবং গণমাধ্যমে মিথ্যা তথ্য উপস্থাপন করছেন। 

 

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার বিরুদ্ধে সাতটি নাশকতার মামলা হয়েছিল, যা সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে তিনি আওয়ামী লীগ ও সরকারের ঘনিষ্ঠদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিরাপদ জীবনযাপন করেছেন, তার বিরুদ্ধে কখনও রাজনৈতিক মামলা হয়নি। 

 

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ইকরামুল বারী ২০০৪ সালে সংগঠিত তৎকালীন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মুনসুর মৃধা হত্যা মামলার এক নম্বর আসামি ছিলেন। পরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সুপারিশে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। তাছাড়া ৫ আগস্টের পর বিল মান্দা এলাকায় ১৮ একর জমি দখলের অভিযোগেও তিনি জড়িত ছিলেন, যা নিয়ে স্থানীয়রা মানববন্ধনসহ গণমাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। 

 

বেলাল হোসেন খান বলেন, ২০০৫ সালে সংস্কারপন্থী হয়ে বিকল্পধারায় যোগ দেন এবং প্রার্থী হন ইকরামুল বারী। ২০০৮ সালের নির্বাচনে তিনি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরোধিতা করে আওয়ামী লীগ প্রার্থী ইমাজ উদ্দিন প্রামানিককে প্রকাশ্যে সমর্থন দেন। 

 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বলেন, তারেক রহমান বারবার ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ বিএনপি গঠনের নির্দেশনা দিলেও ডা. টিপু তা উপেক্ষা করে সংগঠনবিরোধী ও মিথ্যাচারমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এতে দলের ভাবমূর্তি ও ঐক্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডা. একরামুল বারী টিপুর আদর্শবিরোধী কর্মকাণ্ড, মিথ্যাচার ও শৃঙ্খলাভঙ্গের দায়ভার মান্দা উপজেলা বিএনপি কোনোভাবেই বহন করবে না। তাই তার সঙ্গে সকল রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে মান্দা উপজেলা বিএনপি পরিবার।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক নাজু, সহ-সভাপতি রফিকুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাদল প্রমুখ।

এদিকে উন্থাপিত অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট, অসত্য ও ভিত্তিহীন উল্লেখ করে ডাক্তার একরামুল বারী টিপু বলেন আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই সংবাদ সম্মেলন করা হয়েছে । তিনি বলেন এলাকার মানুষ জানেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত থেকে গত ৩২ বছর ধরে এই এলাকার মানুষকে তিল তিল করে গড়ে তুলেছি। তৃণমুল পর্যায়ের সকল নেতাকর্মীর এই বিষয়টি জানেন। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাদা ছোড়াছুড়ি না করে, সকল বিভেদ ভুলে, এক পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।