বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ ১৩:২৩ ।
বগুড়ার খবর
শাজাহানপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা আশেকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ওয়ারেসুল মোস্তফা (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫০ মিনিটে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাঝিড়া ইউনিয়নের সাজাপুর রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোস্তফা বগুড়ার শাজাহানপুর উপজেলার পারতেখুর মধ্যপাড়ার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
আরও পড়ুন