বগুড়ায় পরিবেশ আন্দোলনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মনোজ্ঞ নৃত্য ও সঙ্গীত পরিবেশনসহ ছিল বর্ণাঢ্য আয়োজন।
শনিবার শহরের বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া পরিবেশ আন্দোলনের সভাপতি প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস।
তিনি বলেন, পরিবেশ আন্দোলন (বাপা) সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনও কাজ করছে। শেরপুর উপজেলার ঝাঝর বিলের জীববৈচিত্র্য রক্ষায় ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেখানে প্রায় ২২ প্রজাতির পাখি আসে। অন্যান্য বিল সংরক্ষণেও কাজ চলছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া পরিবেশ আন্দোলনের উপদেষ্টা আনোয়ারুল করিম দুলাল, বগুড়া বারের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান মুক্তা, অধ্যাপক আব্দুল মান্নান, সহসভাপতি অ্যাডভোকেট মজাম্মেল হক, অধ্যাপক সালজুর রহমান, ফারুক আকবর, যুগ্ম সম্পাদক মোহতাসিম বিল্লাহ শিমুল, অ্যাডভোকেট আজাদ তালুকদার, কোষাধ্যক্ষ জাকিয়া সুলতানা এবং নির্বাহী সদস্য শেখ আবু হাসনাত, অ্যাডভোকেট আশরাফুন নাহার স্বপ্না, ড. আহমেদ আবদুল্লাহ, ফজলুল হক বাবলু, মকছেদ আলী, মো. ফজলুল হক, জাহেদুর রহমান, আবু সাঈদ, টিএম মামুন ও মাজেদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের শিল্পী মনিকা ঘোষ ও সোবহানী বাপ্পি।