ড্যাবের সহ-ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পেলেন ডা: আবীর হাসান দীপ

স্টাফ রিপোর্টার
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

অধ্যাপক ডা: হারুন আল রশীদ কে সভাপতি এবং ডা: মো: জহিরুল ইসলাম শাকিলকে মহাসচিব করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ২৭৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হয়েছে। গত ২৮ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয় সকলের প্রত্যাশিত এই কমিটি। একই বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয় ড্যাবের ৫৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের তালিকাও।

কমিটিতে সহ-ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা: আবীর হাসান দীপ। ড্যাবের মতো সম্মানজনক স্থানে ডা: দীপকে নির্বাচিত করায় আনন্দের জোয়ার বইছে বগুড়ায়। তার সহকর্মীবৃন্দ ও বগুড়ার একাধিক চিকিৎসক জানান, ছাত্র জীবন থেকেই অত্যন্ত মেধাবী ডা: আবীর হাসান দীপ। শিক্ষাজীবনে মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি দীপ সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব। এছাড়াও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের কার্যকরী সদস্য হিসেবেও দীপ সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে বগুড়া শজিমেকে চিকিৎসা পেশায় মানবতার আলো ছড়িয়ে যাচ্ছেন এই তরুণ চিকিৎসক। রোগীদের সাথে তার নিবিড় সম্পর্কের মেলবন্ধনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে আবাসিক চিকিৎসা খাতেও। এমন মেধাবী একজন চিকিৎসককে দায়িত্ব দেয়ায় ড্যাবের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শজিমেক হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীসহ বগুড়ার চিকিৎসা অঙ্গনের সকলে।

দায়িত্ব পাওয়া প্রসঙ্গে মুঠোফোনে ডা: আবীর হাসান দীপের সাথে কথা বললে তিনি প্রথমেই ধন্যবাদ জানান বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ড্যাবের উপদেষ্টা পরিষদ, সম্মানিত সভাপতি, মহাসচিব, সহ-সভাপতিবৃন্দ, কোষাধক্ষসহ নেতৃস্থানীয় সকলের প্রতি। তিনি বলেন, রাজনৈতিক পরিবারে জন্ম হওয়ায় শৈশব থেকেই তাদের রক্তে রয়েছে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার স্পৃহা। তার উপর যে পবিত্র দায়িত্ব অর্পণ করা হয়েছে তিনি তা যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার চিকিৎসা অঙ্গনে দীর্ঘ বছরের যে বঞ্চনা, বৈষম্য আর অবহেলা ছিল সকলকে সাথে নিয়ে তা দূর করে চিকিৎসা খাতে ইতিবাচক পরিবর্তন আনতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: আবীর হাসান দীপ বগুড়ার খ্যাতনামা চিকিৎসক এবং গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সন্তান। শিক্ষাজীবনে বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন দীপ। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশন এমডি (বক্ষব্যাধি) ডিগ্রী লাভ করেন তিনি।