গাইবান্ধায় গণপিটুনিতে নিহত ৩ জনেরই বাড়ি বগুড়ায়

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ ১৯:০৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৭৮ বার।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে নিহত তিনজনে পরিচয় মিলেছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। 

 

গত শনিবার (১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ এলাকায় গণপিটুনিতে ঘটনাস্থলে দুইজন ও হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

 

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাছা বুড়িগঞ্জ এলাকার আলেব্বর আলীর ছেলে কাউসার আলী (৫০) একই উপজেলার উত্তরপাড়া সিহালী গ্রামের আক্কাস আলীর ছেলে বুলবুল ইসলাম (৩৮) ও দুপচাঁচিয়া উপজেলার সাহাপাড়া হেরুঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহীনুর ইসলাম (৩১)।

 

ওসি বুলবুল ইসলাম বলেন, গণপিটুনিতে ৩ জন নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। নিহতদের মরদেহ সোমবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলেও জানান তিনি।

 

এর আগে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের হেলালীপাড়া এলাকার আব্দুস সালামের নামে এক কৃষকের গোয়ালঘরের দেওয়াল কেটে অজ্ঞাত ৮ থেকে ১০ জনের চেরের দল গরু চুরি করতে যায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসীর বাধার মুখে পিকআপ থেকে ৩ চোর পুকুরে লাফ দেয়। বাকিরা গরু নিয়ে পিকআপসহ পালিয়ে যায়। 

 

এরপর স্থানীয়রা পুকুরটি ঘিরে ফেলে এবং ইট পাটকেল ছুড়তে থাকে। পরে পুকুর থেকে স্থানীয়রা তাদের বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।