রাণীনগরে আশ্রমের ঘরে আগুন, ঘটনার চারদিনেও জড়িতরা শনাক্ত হয়নি

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ ১৮:১৭ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে ১৯ বার।

নওগাঁর রাণীনগর উপজেলার হরিপুর গ্রামে পাঠদানের একটি আশ্রমের ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তের দেওয়া আগুনে ওই আশ্রমের ঘরে থাকা বৈদ্যুতিক একটি ফ্যান, বইপত্র, ট্রিন ও কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র পুরে গেছে।

গত শনিবার এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আশ্রমের পক্ষ থেকে ওই গ্রামের অনন্ত কুমার নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার চারদিন পেরিয়ে গেলেও জড়িতদের শনাক্ত করতে পারেনি থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হরিপুর গ্রামে একটি আশ্রমের ঘর রয়েছে। আশ্রমটি গোঁসাই ঠাকুরের আশ্রম নামে পরিচিত। সেখানে গীতা পাঠদানসহ প্রাইভেট পড়ানো এবং ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। গত শনিবার বিকেলে গ্রামের অনন্ত কুমার আশ্রমে শিক্ষার্থীদের পাঠদান শেষে আশ্রমের ঘরে তালা দিয়ে বাড়িতে চলে যান। রাত আনুমানিক ৮টার দিকে কে বা কাহারা (দুর্বৃত্তরা) শত্রুতা করে আশ্রমের ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে আশ্রমের ঘরে থাকা একটি ফ্যান, বইপত্র, ট্রিন ও কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র পুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অনন্ত কুমার জানান, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে আমরা ছুটে গিয়ে গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে আশ্রমের ঘরে থাকা সবকিছু পুরে যায়। এ ঘটনায় আমি বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু ঘটনার চারদিনেও জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। দ্রুত তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি তার।

 

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, অগ্নিকান্ডের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।