নওগাঁয় আত্রাইয়ে অগ্নিকান্ডের নাশকতায় তিন দোকানে ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ ২১:০০ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের রেল লাইনের পাশে দুইটি খোলা পেট্রোল ও গ্যাসের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার পেট্রোল ও গ্যাস পুড়ে গেছে বলে দাবি দোকানীদের। পেট্রোলের দোকানে অগ্নিকানের ঘটনা নাশকতা বলে ধারণা করছে আত্রাই থানা পুলিশ। 

জানা গেছে প্রতিদিনের মতো গতকাল বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পরে দোকানদার গোলাম মোস্তফা, গোলাম মন্ডল ও মাসুদ রানা তাদের দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত আনুমানিক ১০ টার দিকে বন্ধ দোকানে কে বা কারা আগুন ধরিয়ে দিলে তা মুহুর্তের মধ্যে লেলিহান শিখা ধারণ করে। দাহ্য পদার্থের দোকানের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে আত্রাই ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়। সাথে সাথে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট, স্থানীয় জনগণ ও পুলিশের সহযোগিতায প্রায় দুই ঘন্টার চেষ্টায় এ আগুন নেভাতে সক্ষম হয়। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, 'রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্যাটারি, খোলা পেট্রোল এবং গ্যাস সিলিন্ডারের ২টি অবৈধ দোকানে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে এক ঘন্টা চেষ্টায় আগুন নেভানো হয়েছে। 

ফায়ার সার্ভিসের ধারণা শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। 

তবে, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পুলিশের ধারণা কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা রাতের আঁধারে স্পর্শকাতর পেট্রোল ও গ্যাসের দোকানে আগুন ধরিয়ে দিয়ে নাশকতার সৃষ্টি করেছে। এই বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। থানায় মামলা দায়ের হয়েছে। এই ঘটনা সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য আত্রাই থানা পুলিশের টিম মাঠ পর্যায়ে কাজ করছে।