যারা আঙ্গুল বাঁকা করে নির্বাচন বন্ধ করতে চান তাদের পরিণতি কি হবে তারা নিজেরাও ভাবতে পারছে না-ভিপি সাইফুল

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ ২১:২৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের বিএনপির প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ পথসভা করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। ১২ নভেম্বর বুধবার বিকালে বগুড়া পৌরসভার ১০নং ওয়ার্ডের জব্বার ক্লাব মোড় থেকে শুরু কানছগাড়ী, পিটিআই মোড়, ঠনঠনিয়া এলাকায় ধানের শীষে ভোট চেয়ে বিএনপির রাষ্ট্রকাঠামো ৩১দফা লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।

পথসভায় ভিপি সাইফুল ইসলাম বলেন,কেউ যদি মনে করে হামকি ধামকি দিয়ে, আঙ্গুল বাঁকা করে নির্বাচন বন্ধ করতে চান তাদের পরিণতি কি হবে তারা নিজেরাও ভাবতে পারছে না। আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে বাংলাদেশে একটি নির্বাচন হবে জাতি আশা করে আছে সেই জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের ভোটার অধিকার প্রয়োগ করবে। ভোটার অধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ একটি সরকার গঠন হবে। সেই সরকার দেশ পরিচালনা করবে। সেই নির্বাচনে আমরা বগুড়া সদর আসনে বিপুল ভোটের মধ্য দিয়ে তারেক রহমানকে নির্বাচিত করে দেশের প্রধানমন্ত্রী করতে চায়।

এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক সাবেক কাউন্সিলর মেহেদী হাসান হিরু, ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, এসএম রফিকুল ইসলাম, মাহবুব হাসান লেমন, আবু জাফর জেমস্, আনোয়ার সাদাত, মতিন কাজি, এখতিয়ার উদ্দিন রানা, আক্তারুজ্জামান সজীব, সোহেল রানা সুমন, জিয়াউর রহমান জিয়া, সুলতান আহমেদ, রুহুল আমিন সুমন, যুবনেতা এসএম রাঙ্গা, ছাত্রনেতা মুন্না, সৈয়দ নাহিদ, আরিফিন প্রমুখ।