বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ ২১:০৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

 বৃহস্পতিবার বিকেলে বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভিএম)আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল প্রাঙ্গনে প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত  ছিলেন  বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ , বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ার হোসেন । সিনিয়র সহকারী শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক এবিএম নাজমুল ইসলাম জিহাদী ও সাইদুর রহমান সহ শিক্ষক মন্ডলী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি  ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে অত্র স্কুলের এসএসসি ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের কৃতি ছাত্রীদের মেডেল উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে অতিথিবৃন্দ আগামীতে  একটি সুখী সমৃদ্ধশালী মানবিক  দেশ গড়তে ছাত্রীদের ভবিষ্যতকান্ডারী হিসেবে সৎ ও যোগ্য হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহবান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সাড়ে সাত শতাধিক কৃতি ছাত্রী অংশ গ্রহন করেন।