তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি
তারুন্যের উৎসব উপলক্ষে নওগাঁয় আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার নওগাঁ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, মেহেদী হাসাস, সুমন আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা। ।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মহাদেবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ বনাম ধামইরহাট এমএম কলেজ। ২য় ম্যাচে মুখোমুখি হয় মান্দা দাসপাড়া ডিগ্রি কলেজ বনাম নওগাঁ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ৩য় ম্যাচে নওগাঁ সরকারি কলেজ বনাম সাপাহার সরকারি কলেজ, ৪র্থ ম্যাচে নজিপুর সরকারি কলেজ বনাম নিয়ামতপুর সরকারি কলেজ।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই টুর্নামেন্টে মোট ১৬টি কলেজ অংশ নিচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।